ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদলের সম্মেলন বন্ধে আওয়ামী লীগের কোন হাত নেই

Reporter Name

ঢাকাঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ছাত্রদলের কাউন্সিল আটকে গেছে। এর পেছনে আওয়ামী লীগের কোনো হাত নেই।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে শনিবার কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রদলেরই এক সাবেক নেতার আবেদনের কারণে আদালত কাউন্সিল স্থগিতের আদেশ দেন।

ছাত্রদলের কাউন্সিল বন্ধের পেছনে সরকারের হাত রয়েছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কেন ছাত্রদলের সম্মেলন বন্ধ করতে যাবে? ছাত্রদলের নেতাদের মামলার কারণে তাদের কাউন্সিল বন্ধ হয়েছে। এখানেও শেখ হাসিনার দোষ, আওয়ামী লীগের দোষ?

তিনি বলেন, ছাত্রদল নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন বন্ধ করেছে। এর পেছনে বিএনপির নেতৃত্বের দ্বন্দ্বই দায়ী।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা প্রমুখ।

About Author Information
আপডেট সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯
২৯০ Time View

ছাত্রদলের সম্মেলন বন্ধে আওয়ামী লীগের কোন হাত নেই

আপডেট সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

ঢাকাঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ছাত্রদলের কাউন্সিল আটকে গেছে। এর পেছনে আওয়ামী লীগের কোনো হাত নেই।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে শনিবার কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রদলেরই এক সাবেক নেতার আবেদনের কারণে আদালত কাউন্সিল স্থগিতের আদেশ দেন।

ছাত্রদলের কাউন্সিল বন্ধের পেছনে সরকারের হাত রয়েছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কেন ছাত্রদলের সম্মেলন বন্ধ করতে যাবে? ছাত্রদলের নেতাদের মামলার কারণে তাদের কাউন্সিল বন্ধ হয়েছে। এখানেও শেখ হাসিনার দোষ, আওয়ামী লীগের দোষ?

তিনি বলেন, ছাত্রদল নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন বন্ধ করেছে। এর পেছনে বিএনপির নেতৃত্বের দ্বন্দ্বই দায়ী।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা প্রমুখ।