ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে ওসিসহ দুই পুলিশ সদস্য আহত
বাগেরহাটের মোরেলগঞ্জে আত্মগোপনে থাকা মীর বনি আমীন (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটকের পরে হামলার শিকার হয়েছে থানার ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান, এ এস আই রবিউল ইসলম ও কনস্টেবল মো. শাহীন খান। আহতদের রাত দেড়টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনি আমীন পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগষ্ট ঢাকার মিরপুর এলাকায় ছাত্র-জনতার বিপ্লবে হামলাকারি ছাত্রলীগ নেতা মীর বনি আমীনসহ কয়েকজন নেতাকর্মী মোরেলগঞ্জে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বনি আমীনকে আটক করে। ওই সময় বনি আমীন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে অভিযানে নেতৃত্বদানকারি কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানসহ ৩ জন আহত হন। রাত দেড়টার দিকে তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে মোরেলগঞ্জ থানার ওসি বলেন, বনি আমীনকে আটকের সময় কয়েকজনে মিলে পুলিশের কাজে বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় থানার এসআই রাম উত্তম রায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ২৯। বনি আমীনকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
সবুজদেশ/এসইউ