ছাত্রীদের সাথে ভোজপুরী গানে নেচে ভাইরাল অধ্যক্ষ (ভিডিও)
চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার জীবননগরে ভাষার মাসে ভারতের একটি রাজ্য ভোজপুরী এলাকার গান বাজিয়ে কলেজ ছাত্রীদের সাথে নাচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে সমালোচিত হয়েছেন জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন হোসেন।
শনিবার জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজে বসন্তবরণ অনুষ্ঠানে ছাত্রীদের অনুরোধে তাদের সঙ্গে নাচ করেন এই অধ্যক্ষ। সেই ড্যান্সের ভিডিও ফেইসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে সেটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ ভিডিও দেখে ফেসবুকে বিভিন্ন জন অধ্যক্ষ আলাউদ্দিনের সমালোচনা করে কমেন্টস করেছেন। টুপি মাথায় দিয়ে ভাষার মাসে হিন্দি গান বাজিয়ে ড্যান্স করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এর নিন্দা জানিয়েছেন।
ভাষার মাসে ভোজপুরী গানের সঙ্গে তালমিলিয়ে ও ইসলামিক লেবাস এবং মাথায় টুপি পড়ে নাচ করাটা কী আপনার ঠিক হয়েছে, এমন প্রশ্নের জবাবে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন হোসেন নয়া দিগন্তকে বলেন, আমি ছাত্রীদের অনুরোধে তাদের সাথে নাচ করেছি। তবে টুপি পড়ে নাচ করাটা আমার ঠিক হয়নি। ছোট একটা বিষয়কে বড় করে দেখা হচ্ছে।