ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ছাদে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি তরুণকে গুলি করে মারল ইসরাইল

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ১৯১ বার পড়া হয়েছে।

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছুড়ছে ইসরাইলি বাহিনী। ছবি: এএফপি

সবুজদেশ ডেস্কঃ

ফিলিস্তিনি এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রোববার পশ্চিমতীরের দক্ষিণ নাবলুস শহরের কুসরা গ্রামে এ ঘটনা ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে- নিহত যুবকের নাম মোহাম্মদ ফারিদ হাসান। তার বয়স ২০ বছর।

খবরে বলা হয়- ফারিদ নাবলুস শহরের কুসরা গ্রামে নিজ বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আচমকা ইসরাইলি বাহিনী তাকে লক্ষ্য করে গুলি করে। বুকে গুলিবিদ্ধ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদার বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করছেন- ইসরাইলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে তারা দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করছিলেন। এমন সময় এক ফিলিস্তিনি বাড়ির ছাড় থেকে বিস্ফোরক ডিভাইস তাদের দিকে ছুড়ে মারে। তারাও তখন ওই যুবককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে।

পশ্চিমতীরের ফিলিস্তিনিরা কয়েক সপ্তাহজুড়ে ইসরাইলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন।

গত মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলাকে কেন্দ্র করে হামাস-ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়ে। টানা ১১ দিন যুদ্ধের পর ২১ মে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ১১ দিনের এ যুদ্ধে গাজায় ২৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরাইলের ১২ জন নিহত হয়।

Tag :

ছাদে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি তরুণকে গুলি করে মারল ইসরাইল

Update Time : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১

সবুজদেশ ডেস্কঃ

ফিলিস্তিনি এক তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রোববার পশ্চিমতীরের দক্ষিণ নাবলুস শহরের কুসরা গ্রামে এ ঘটনা ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে- নিহত যুবকের নাম মোহাম্মদ ফারিদ হাসান। তার বয়স ২০ বছর।

খবরে বলা হয়- ফারিদ নাবলুস শহরের কুসরা গ্রামে নিজ বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আচমকা ইসরাইলি বাহিনী তাকে লক্ষ্য করে গুলি করে। বুকে গুলিবিদ্ধ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দখলদার বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করছেন- ইসরাইলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে তারা দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করছিলেন। এমন সময় এক ফিলিস্তিনি বাড়ির ছাড় থেকে বিস্ফোরক ডিভাইস তাদের দিকে ছুড়ে মারে। তারাও তখন ওই যুবককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে।

পশ্চিমতীরের ফিলিস্তিনিরা কয়েক সপ্তাহজুড়ে ইসরাইলি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছেন।

গত মাসে আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর হামলাকে কেন্দ্র করে হামাস-ইসরাইল যুদ্ধে জড়িয়ে পড়ে। টানা ১১ দিন যুদ্ধের পর ২১ মে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও মিসরের মধ্যস্থতায় উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ১১ দিনের এ যুদ্ধে গাজায় ২৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরাইলের ১২ জন নিহত হয়।