যশোরের বেনাপোল পোর্ট থেকে ছিনতাই হওয়া ভারত থেকে আমদানিকৃত ফেব্রিক্স কাপড়সহ কাভার্ডভ্যান সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। বেনাপোল পোর্ট থানা ও সাতক্ষীরা সদর থানার পুলিশ শনিবার (১২ এপ্রিল) দিনভর যৌথভাবে অভিযান চালিয়ে লুট হওয়া ফেব্রিক্স কাপড় সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতাস্থ বিসিক শিল্পনগরীর পেছন থেকে ও তালা উপজেলার ১৮ মাইল এলাকা থেকে ছিনতাই হওয়া কাভার্ড ভ্যান উদ্ধার করে।
অমদানিকৃত ফেব্রিক্স ছিনতাই ও লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. শিবলুর রহমান শিবলু ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আসাদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক পদ থেকে মো. শিবলুর রহমান শিবলুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনি কর্তৃক শনিবার (১২ এপ্রিল) স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফেব্রিক্স কাপড়সহ কাভার্ড ছিনতাইয়ের ঘটনায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে বুলবুল আহমেদ বাদী হয়ে গত ৯ এপ্রিল বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে রনি এবং ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দেওরা নয়াকান্দি গ্রামের মৃত দেলোয়ার হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করা হয়।
মামলার আর্জিতে বলা হয়, বাদী বুলবুল সিঙ্গাপুর প্রবাসী রোকাইনুর রহমান চয়ন এর বেনাপোল পোটস্থ মেসার্স খলিলুর রহমান এন্ড সন্স সিএন্ডএফ এজেন্ট এর বেনাপোল অফিসের ম্যানেজার হিসেবে কর্মরত। গত ১৯ মার্চ তারিখে গাজিপুরের আমদানিকারক লায়লা স্টাইল ১০৪ রোল ১০০% কটন ফেব্রিক্স যার মুল্য আনু ২৫ লাখ ১০ হাজার টাকা ভারত হতে আমদানি করে বেনাপোল পোর্টে নিয়ে আসে। এসময় সিএন্ডএফ প্রতিষ্ঠানটি এই পণ্যের কাষ্টমস শুল্কায়ন পরিশোধ শেষে উক্ত পন্য গাজিপুরের ঠিকানায় পৌছানোর জন্য আসামী রাজিব হাওলাদারের মাধ্যমে ৬ এপ্রিল ১৪ ফিট কাভার্ড ভ্যান ভাড়া করে উক্ত পণ্য তুলে চালক রনি নিয়ে রওনা হয়। পণ্যসহ কাভার্ড ভ্যান নিয়ে বেনাপোল কাগজপুকুর গ্রামস্থ্য এলাকায় পৌছালে গাড়িতে থাকা বাদীকে লাথি মেরে ফেলে দিয়ে পিটিয়ে জখমের পর গাড়ি ও মাল নিয়ে নাভারন হয়ে সাতক্ষীরা অভিমুখে নিয়ে যাওয়া হয়। মামলায় পণ্য ও কাভার্ডভ্যানসহ ৫০ লাখ টাকা লুটের অভিযোগ আনা হয়। এঘটনার পর ক্ষতিগ্রস্থপক্ষরা খোজাখুজি করে কাভার্ডভ্যানসহ মালামাল না পেয়ে ৯ এপ্রিল বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরা থানা পুলিশের সহয়তায় শনিবার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। একপর্যায় সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতাস্থ বিসিক শিল্পনগরীর পেছন থেকে লুট হওয়া ফেব্রিক্স কাপড় ও তালা উপজেলার ১৮ মাইল এলাকা থেকে ছিনতাই হওয়া কাভার্ড ভ্যান উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া জানান, আমদানিকৃত ফেব্রিক্স কাপড়সহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় শিবলুর রহমান শিবলু ও আসাদুল নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য লুটের ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। সেখানের ওসির নেতৃত্বে মুলত অভিযান হয়েছে। আমরা সঙ্গে থেকে মালামাল উদ্ধারে তাদেরকে সহযোগিতা করেছি।
তিনি বলেন, বিনেরপোতা বিসিকের পিছনে থেকে যে কাপড় উদ্ধার হয়েছে তার মুল্য আনুমানিক ২৮ লক্ষ টাকা হবে। একই সাথে তালার ১৮ মাইল এলাকা থেকে ছিনতাই হওয়া কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উদ্ধারকৃত ফেব্রিক্স কাপড় ও কাভার্ডভ্যান বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভূট্ট জানান, তার দলের অন্যতম সদস্য শিবলুর রহমান শিবলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সবুজদেশ/এসইউ