ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের দায়ের আঘাতে গুরুতর আহত মা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:৫৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে।

 

খুলনায় ছেলের দায়ের আঘাতে গুরুতর আহত হয়েছেন মা মিনা বেগম। রোববার (০২ মার্চ ) রাতে নগরীর মির্জাপুর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মিনা বেগম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিনা বেগমের অবস্থা খুবই সংকটাপন্ন। এ ঘটনায় ছেলে আকবর সরকারকে হেফাজতে নিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম এ ঘটনাটি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মির্জাপুর রোড থেকে একজন খুলনা সদর থানায় ফোন করে ঘটনাটি আমাদের অবগত করলে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ আহত অবস্থায় মিনা বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মিনা বেগমের ছেলে দা দিয়ে তার গলা নামিয়ে দেওয়ার জন্য পরপর ৩ টি কোপ দেয়। মিনা বেগম হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন। ছেলে আকবর সরকার মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ।

তাকে হেফাজতে নিলে সে বলতে থাকে আল্লাহর আদেশ বস্তবায়নের জন্য তার মাকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি আরও জানান।

সবুজদেশ/এসইউ

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ছেলের দায়ের আঘাতে গুরুতর আহত মা

Update Time : ১০:৫৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

 

খুলনায় ছেলের দায়ের আঘাতে গুরুতর আহত হয়েছেন মা মিনা বেগম। রোববার (০২ মার্চ ) রাতে নগরীর মির্জাপুর রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মিনা বেগম বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিনা বেগমের অবস্থা খুবই সংকটাপন্ন। এ ঘটনায় ছেলে আকবর সরকারকে হেফাজতে নিয়েছে পুলিশ।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম এ ঘটনাটি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মির্জাপুর রোড থেকে একজন খুলনা সদর থানায় ফোন করে ঘটনাটি আমাদের অবগত করলে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ আহত অবস্থায় মিনা বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মিনা বেগমের ছেলে দা দিয়ে তার গলা নামিয়ে দেওয়ার জন্য পরপর ৩ টি কোপ দেয়। মিনা বেগম হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন। ছেলে আকবর সরকার মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ।

তাকে হেফাজতে নিলে সে বলতে থাকে আল্লাহর আদেশ বস্তবায়নের জন্য তার মাকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি আরও জানান।

সবুজদেশ/এসইউ