ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

সবুজদেশ ডেস্ক

 

যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন নিয়ে বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে ইকলাস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইকলাস মোল্লা উপজেলার বুধপুর গ্রামের ইজাহার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মাদকদ্রব্য সেবন নিয়ে সোমবার সন্ধ্যায় বাবা ইকলাসের সঙ্গে ছেলে তারেক মোল্লার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এ সময় পরিবারের সদস্যরা ইকলাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইকলাসেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় গুরুতর আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত তারেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সবুজদেশ/এসএএস

About Author Information
আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
৩০ Time View

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

আপডেট সময় : ১২:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

 

যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন নিয়ে বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে ইকলাস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইকলাস মোল্লা উপজেলার বুধপুর গ্রামের ইজাহার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মাদকদ্রব্য সেবন নিয়ে সোমবার সন্ধ্যায় বাবা ইকলাসের সঙ্গে ছেলে তারেক মোল্লার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এ সময় পরিবারের সদস্যরা ইকলাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইকলাসেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় গুরুতর আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত তারেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সবুজদেশ/এসএএস