জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহবান ড. কামালের
ঢাকাঃ
জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চের হল রুমে গণফোরামের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
ড. কামাল বলেন, আমাদের মূল লক্ষ্য হল জনগণের ঐক্য। যে ঐক্যের উপর ভর করে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। যখন মানুষ মনে করছিল সাড়ে সাত কোটি মানুষ কিভাবে স্বাধীনতা অর্জন করবে। কিন্তু আমরা এই অসম্ভব কাজকেই সম্ভব করেছি একমাত্র সকলের ঐক্যের মাধ্যমে। আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর এই স্বাধীনতার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে চলে জনগণের চিন্তার ঐক্য, মূল্যবোধের ঐক্য তৈরি করতে হবে।
তিনি বলেন, আমাদের সংবিধানে লেখা আছে জনগণ সব ক্ষমতার মালিক। এই কথার সঙ্গে কোন দ্বিমত হতে পারে না। যেখানে গণতন্ত্র থাকে সেখানে বহুদল থাকে, বহু মত থাকবে, নানা আদর্শ থাকবে, কিন্তু সংবিধানের মূলনীতির বিরুদ্ধে কারো কোন অবস্থান থাকতে পারে না। জনগণ ক্ষমতার মালিক এটা নিয়ে স্বাধীন দেশে দ্বিমত থাকতে পারে না।
তিনি বলেন, যারা এই কথাকে অস্বীকার করে তারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করছে। অনেকেই বলে বিভাজন বিভাজন। আমিও বিশ্বাস করি দেশে বহুদল মত, বিভাজন থাকবেই। কিন্তু কিছু মৌলিক বিষয়ে সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ড. কামাল বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনের নিরপেক্ষ প্রয়োগ হবে। দেশে আইনের সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রয়োগ করতে পারলে আমরা সকল অস্থিতিশীলতা থেকে বাঁচব এবং দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারব।
ড. কামাল বলেন, স্বাধীনতার ২৫ বছর পূর্তি উপলক্ষে কয়েক লক্ষ সংবিধানের বই আমরা বিতরণ করছিলাম। ৭২ সালে আমরা যে সংবিধান তৈরি করেছিলাম সেটা অনেকবার কাটছাট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি গর্ব করে বলতে পারি জনগণের দৃঢ়তার কারণে সংবিধানের যে মূলনীতি রয়েছে সেগুলো আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। তাই আবার সময় এসেছে সংবিধানের মূলনীতিগুলো আবার মানুষের কাছে পৌঁছে দেয়ার। তাই আজকের এই দিনে এই দেশের ১৮ কোটি মানুষের কাছে একটাই আহ্বান আসুন ঐক্যবদ্ধ হয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গণফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রেভলিউশনারি ওয়ার্কার্স অব বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর।