জনপ্রতি তিন কেজি চাউল চুরি ধরলেন এসিল্যাণ্ড
সাতক্ষীরা প্রতিনিধিঃ
খাদ্যবান্ধব কর্মসূচির চাউল প্রতিজনের ত্রিশ কেজির স্থলে ২৭ কেজি দেওয়ায় সাতক্ষীরায় এক ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জনপ্রতি তিন কেজি করে চাউল চুরির অভিযোগ এই ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে (ওএমএস) এর ১০ টাকার চাউল বিক্রি করছিলেন ডিলার মাহবুবুর রহমান। জনপ্রতি ত্রিশ কেজি চাউল দেওয়ার কথা থাকলেও তিনি ২৭ কেজি করে চাউল বিতরণ করছিলেন। টাকা নিচ্ছিলেন ত্রিশ কেজির। এমন অভিযোগে তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন। পরে ভ্রাম্যমান আদালতত পরিচালনার মাধ্যমে তাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কলারোয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন জানান, ডিলার মাহবুবুর রহমান তার বিরুদ্ধে চাউল কম দেওয়ার অভিযোগ স্বীকার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চাউল গ্রহনকারী সকলকে অবশিষ্ট চাউল ফেরৎ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।