জাহিদ হাসান, যশোরঃ

যশোরে একই জমিতে বাণিজ্যিকভাবে সরিষা ও মধু চাষ করে লাভবান হচ্ছেন চাষীরা। সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করায় ক্ষেতে সরিষার ফলনও বেড়েছে। অল্প খরচে এ চাষ করতে পারায় দিন দিন মধু চাষের দিকে ঝুঁকছে এ অঞ্চলের কৃষকেরা।

ভিডিওঃ জাহিদ হাসান

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, যশোরের আট উপজেলায় জেলায় চলতি মৌসুমে ১২ হাজার ৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছরে নয় হাজার সাত শ’ ৭৫ হেক্টর জমিতে চাষ হয়। এবার চলতি মৌসুমে এক হাজার দুই শ’ ৬৮ হেক্টর জমিতে বাক্স বসিয়ে মৌচাষ করা হচ্ছে।

এ বছর জেলায় নয় শ’ ৭৯ টি বক্সে সরিষার ফুল থেকে অন্তত চার হাজার কেজি মধুর যোগান মিলবে। যা গত বছর মধু উৎপাদন হয়েছিলো তিন হাজার ৬১২ কেজি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here