জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ও ছোট ভাইয়ের লাঠি ও দেশীয় অস্ত্রের আঘাতে মেজো ভাই জুমারত আলী (৫৫) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। গেল ৩১ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুমারতের মৃত্যু হয়। এর আগে গত ৩ ডিসেম্বর দুপুরের দিকে কুষ্টিয়ার ইবি থানাধীন সরকারপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে জুমারতকে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারই বড় ভাই জিয়ারত ও ছোটভাই আজব আলী।
আজ সকালে জুমারতের লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হলে হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন জুমারতের স্বজন এবং এলাকাবাসী। নিহত জুমাতর ওই এলাকার ছাবদার মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৩ ডিসেম্বর দুপুরের দিকে বড় জিয়ারত আলী (৫২) ও ছোটভাই আজব আলী একত্রে হয়ে মেজো ভাইয়ের জুমারত আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে বড় ও ছোট ভাইয়ের হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে মাথার পেছনের দিকে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা জুমারতকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ ২৮ দিন পর চিকিৎসাধীন থাকায় অবস্থায় গতকাল রাতে জুমারতের মৃত্যু হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি শেখ ফরিদ উদ্দীন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত নিহতের ছেলে মেহেদি হাসান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় জিয়ারত আলী, কাশেম আলী, হাশেম আলী, আজব আলী নামে ৪ জনকে আটক করে পুলিশ।
সবুজদেশ/এসইউ