জয় বাংলা স্লোগান দেওয়ায় মাগুরায় এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
রোববার (২৩) মার্চ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মাগুরা সরকারি কলেজের সামনে হতে ছাত্র জনতার একটি মিছিল বের হয়। মিছিলের পেছনে ইউসুফ নামে এক যুবক জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে। এরপরই ছাত্র জনতা তাকে ধাওয়া করে। পরে একটি জুতার দোকানে তাকে পাওয়া গেলে ছাত্র-জনতা তাকে বের করে আনার চেষ্টা করে এবং তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পুলিশ উত্তেজিত ছাত্রজনতাকে শান্ত করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে ওই যুবককে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ছাত্র আন্দোলন চলাকালে জয়বাংলা, বঙ্গবন্ধু স্লোগান দেওয়া ওই যুবককে বিক্ষুব্ধ ছাত্রজনতা একটি জুতার দোকানে খুঁজে পায়। পরে দোকান থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
সবুজদেশ/এসইউ