ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন ঢাকার কিছু অংশ

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বিশাল একটি অংশ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। রাজধানী ঢাকার সড়কবাতিগুলোও জ্বলছে না। ফলে সন্ধ্যার পর থেকে সড়কগুলো হয়ে পড়েছে অন্ধকারাচ্ছন্ন। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আব্দুল গনি সড়কে গিয়ে দেখা যায়, সড়কবাতি না জ্বলায় ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতি তৈরি হয়েছে ওই সড়কে। চলাচলরত গাড়ির বাতির আলোয় কিছুটা আলোকিত হচ্ছে এ সড়ক ৷ তবে তা সাময়িক। গাড়ি চলে যাওয়ার পর সড়ক আবারও অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে।

ট্রাফিক পুলিশের সদস্য শহিদুল বলেন, বিদ্যুৎ না থাকার কারণে সড়কবাতিগুলো জ্বলছে না৷ এজন্য চারদিকে অন্ধকার। 

এ রাস্তায় কথা হয় মো. জামান নামে একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, গাড়ি চলার সময় আলো আসে শুধু। বাকি সময় অন্ধকার। অন্ধকারের কারণে হেঁটে যেতে কিছুটা ভয় লাগছে। 

এ সড়কের পাশেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অবস্থিত। সচিবালয়ের গেইট এবং দেওয়ালে সংযুক্ত বাতি জ্বলতে দেখা গেছে৷ এছাড়া বিদ্যুৎ ভবনেও বাতি জ্বলতে দেখা গেছে। তবে অনান্য ভবন এখনও বিদ্যুৎবিহীন আছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিকেলে জানান, জাতীয় গ্রিড ঠিক হতে একটু সময় লাগলেও কেপিআইভুক্ত ভবনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ন্যাশনাল গ্রিড ঠিক করতে একটু সময় লাগবে। আমরা রিকভার করার চেষ্টা করছি।

About Author Information
আপডেট সময় : ০৮:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
১০০ Time View

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন ঢাকার কিছু অংশ

আপডেট সময় : ০৮:২৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

সবুজদেশ ডেস্কঃ

বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দেশের বিশাল একটি অংশ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। রাজধানী ঢাকার সড়কবাতিগুলোও জ্বলছে না। ফলে সন্ধ্যার পর থেকে সড়কগুলো হয়ে পড়েছে অন্ধকারাচ্ছন্ন। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আব্দুল গনি সড়কে গিয়ে দেখা যায়, সড়কবাতি না জ্বলায় ঘুটঘুটে অন্ধকার পরিস্থিতি তৈরি হয়েছে ওই সড়কে। চলাচলরত গাড়ির বাতির আলোয় কিছুটা আলোকিত হচ্ছে এ সড়ক ৷ তবে তা সাময়িক। গাড়ি চলে যাওয়ার পর সড়ক আবারও অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে।

ট্রাফিক পুলিশের সদস্য শহিদুল বলেন, বিদ্যুৎ না থাকার কারণে সড়কবাতিগুলো জ্বলছে না৷ এজন্য চারদিকে অন্ধকার। 

এ রাস্তায় কথা হয় মো. জামান নামে একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে। তিনি বলেন, গাড়ি চলার সময় আলো আসে শুধু। বাকি সময় অন্ধকার। অন্ধকারের কারণে হেঁটে যেতে কিছুটা ভয় লাগছে। 

এ সড়কের পাশেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অবস্থিত। সচিবালয়ের গেইট এবং দেওয়ালে সংযুক্ত বাতি জ্বলতে দেখা গেছে৷ এছাড়া বিদ্যুৎ ভবনেও বাতি জ্বলতে দেখা গেছে। তবে অনান্য ভবন এখনও বিদ্যুৎবিহীন আছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিকেলে জানান, জাতীয় গ্রিড ঠিক হতে একটু সময় লাগলেও কেপিআইভুক্ত ভবনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ন্যাশনাল গ্রিড ঠিক করতে একটু সময় লাগবে। আমরা রিকভার করার চেষ্টা করছি।