ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় খেলা কাবাডি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: ডিআইজি মহিদ

Reporter Name

যশোর প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এটা গ্রামগঞ্জের সব যায়গায় খেলা হয়। এটা খেলতে খুব বেশি খরচ হয় না। তবে খেলাটি কাঙ্খিত লক্ষ্য পৌঁছাতে পারেনি। নিয়মিত প্রতিযোগিতা আয়োজনই করতে পারলে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে।

বুধবার সকালে যশোর ঈদগাহ ময়দানে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন আরও বলেন, বর্তমান প্রজন্ম স্কিন বেজ হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বের করতে হবে। এজন্য দিনের একটা সময় খেলার জন্য রাখতে হবে। পরবর্তী প্রজন্মকে মাদকমুক্ত রাখার জন্য সকলকে অঙ্গীকার করতে হবে।

যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ফিন্যান্স) হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছেন যশোর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থা। এতে নারী ও পুরুষ দুই বিভাগে খুলনা বিভাগের ১০টি জেলা দল অংশ গ্রহণ করছে। আগামী ২২মার্চ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।

About Author Information
আপডেট সময় : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
৩৮৮ Time View

জাতীয় খেলা কাবাডি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: ডিআইজি মহিদ

আপডেট সময় : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০

যশোর প্রতিনিধিঃ

বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এটা গ্রামগঞ্জের সব যায়গায় খেলা হয়। এটা খেলতে খুব বেশি খরচ হয় না। তবে খেলাটি কাঙ্খিত লক্ষ্য পৌঁছাতে পারেনি। নিয়মিত প্রতিযোগিতা আয়োজনই করতে পারলে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে।

বুধবার সকালে যশোর ঈদগাহ ময়দানে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন আরও বলেন, বর্তমান প্রজন্ম স্কিন বেজ হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে বের করতে হবে। এজন্য দিনের একটা সময় খেলার জন্য রাখতে হবে। পরবর্তী প্রজন্মকে মাদকমুক্ত রাখার জন্য সকলকে অঙ্গীকার করতে হবে।

যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন ও ফিন্যান্স) হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির।

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতার ব্যবস্থাপনায় রয়েছেন যশোর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থা। এতে নারী ও পুরুষ দুই বিভাগে খুলনা বিভাগের ১০টি জেলা দল অংশ গ্রহণ করছে। আগামী ২২মার্চ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।