ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দিতে হবে : ফখরুল

Reporter Name

রাজশাহীঃ

বর্তমান চলমান জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দিতে হবে। একটি নিরেপক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। কারন এই ফ্যাসিবাদি সরকার জনগনের বুকের উপর চেপে বসে আছে। এ থেকে পরিত্রান পেতে চান দেশের মানুষ। তাই দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন বিএনিপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রোববার বিকেলে মহানগরীর ফায়ার ব্রিগেট মোড়-পাঠানপাড়া মহাসড়কে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। জনগণের অধিকার ফিরে পেতে হলে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আর গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ফখরুল বলেন, এ সরকার শেয়ার বাজার, ব্যাংক লুট করেছে। হাজার হাজার টাকা বিদেশে পাচার করেছে। আর যারা এসব লুট করছে, তারাই এখন উপদেষ্টা হচ্ছে। দেশেকে ভঙ্গুর করে দিয়েছে এ সরকার।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট কামরুল মনির, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

About Author Information
আপডেট সময় : ০৭:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
২৬৪ Time View

জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দিতে হবে : ফখরুল

আপডেট সময় : ০৭:২৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯

রাজশাহীঃ

বর্তমান চলমান জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন দিতে হবে। একটি নিরেপক্ষ সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। কারন এই ফ্যাসিবাদি সরকার জনগনের বুকের উপর চেপে বসে আছে। এ থেকে পরিত্রান পেতে চান দেশের মানুষ। তাই দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন বিএনিপর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রোববার বিকেলে মহানগরীর ফায়ার ব্রিগেট মোড়-পাঠানপাড়া মহাসড়কে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। জনগণের অধিকার ফিরে পেতে হলে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আর গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। ফখরুল বলেন, এ সরকার শেয়ার বাজার, ব্যাংক লুট করেছে। হাজার হাজার টাকা বিদেশে পাচার করেছে। আর যারা এসব লুট করছে, তারাই এখন উপদেষ্টা হচ্ছে। দেশেকে ভঙ্গুর করে দিয়েছে এ সরকার।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট কামরুল মনির, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।