ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জানাজায় অংশ নিয়ে ফেরার পথে লাশ হলেন স্বামী, আহত স্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ২০৫ বার পড়া হয়েছে।

চুয়াডাঙ্গা:

আলমডাঙ্গায় নিকটাত্মীয়র জানাজায় অংশ নিয়ে ফেরার পথে নিজেই লাশ হলেন গরু ব্যবসায়ী ইয়ামিন আলী। গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্ত্রী। 

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন ইয়ামিন আলীর স্ত্রী বুলবুলি খাতুন। নিহত ইয়ামিন আলী উপজেলার মাদারহুদা গ্রামের জেকের আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গরু ব্যবসায়ী ইয়ামিন আলী (৫০) তার স্ত্রী বুলবুলি খাতুনকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর গ্রামে এক নিকটাত্মীয়র জানাজায় অংশ  নিতে যান।

জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শ্রীরামপুর বাজারমোড়ে পৌঁছলে কুষ্টিয়াগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। স্বামী-স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর জখম হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বামী ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। স্ত্রী বুলবুলি খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :

জানাজায় অংশ নিয়ে ফেরার পথে লাশ হলেন স্বামী, আহত স্ত্রী

Update Time : ০৭:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

চুয়াডাঙ্গা:

আলমডাঙ্গায় নিকটাত্মীয়র জানাজায় অংশ নিয়ে ফেরার পথে নিজেই লাশ হলেন গরু ব্যবসায়ী ইয়ামিন আলী। গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্ত্রী। 

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন ইয়ামিন আলীর স্ত্রী বুলবুলি খাতুন। নিহত ইয়ামিন আলী উপজেলার মাদারহুদা গ্রামের জেকের আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গরু ব্যবসায়ী ইয়ামিন আলী (৫০) তার স্ত্রী বুলবুলি খাতুনকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর গ্রামে এক নিকটাত্মীয়র জানাজায় অংশ  নিতে যান।

জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শ্রীরামপুর বাজারমোড়ে পৌঁছলে কুষ্টিয়াগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। স্বামী-স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর জখম হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বামী ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। স্ত্রী বুলবুলি খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।