শাহাদাত হোসেন (৬০) নামে ওই বাস মালিককে গ্রেপ্তারের খবর বুধবার সন্ধ্যায় জানানো হয়েছে।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সারওয়ার বিন কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘাতক বাস জাবালে নূরের মালিক শাহাদাত হোসেন আজকে গ্রেপ্তারর করা হয়েছে। র্যাব-১ তাকে গ্রেপ্তার করেছে।”
কোত্থেকে, কখন শাহাদাতকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি র্যাব।
“পরবর্তীতে বিস্তারিত জানানো হবে,” বলেছেন লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার।
র্যাব এর আগে জাবালে নূর পরিবহনের তিন চালক এবং তাদের দুই সহকারীকে গ্রেপ্তার করে।
তাদের মধ্যে একজন মাসুম বিল্লাহকে বুধবার রিমান্ডে পেয়েছে পুলিশ। যে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হন, মাসুমই সেই বাসটি চালাচ্ছিলেন বলে র্যাব জানিয়েছে।
এছাড়াও গ্রেপ্তার দুই চালক সোহাগ আলী ও জুবায়ের এবং হেল্পার এনায়েত হোসেন ও রিপনকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।
জাবালে নূরের গ্রেপ্তার চালক ও সহকারীরা; বাম থেকে ঘড়ির কাঁটার দিকে- মাসুম বিল্লাহ, সোহাগ আলী, মো. জোবায়ের, রিপন হোসেন ও এনায়েত হোসেন
তাদের সবাইকে নিহত শিক্ষার্থী দিয়া খানম মিমের বাবার করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত চারদিন ধরে ঢাকার সড়কেজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে জাবালে নূর পরিবহনের বাস দুটির নিবন্ধন বাতিল করেছে বিআরটিএ।
এর মধ্যে ঢাকা মেট্রো ব-১১-৯২৯৭ বাসের মালিক শাহাদত হোসেন। ওই বাসেরই চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
ঢাকার সড়কে অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের ধরতেও বিআরটিএকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সড়কে বিক্ষোভে রাজধানীর জনজীবন অচল হওয়ার মধ্যে দোষিদের শাস্তির আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।