করোনায় আক্রান্ত জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া - ছবি : সংগৃহীত

ঢাকাঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতারে ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে আছেন জাতীয় দলের এ মিডফিল্ডার।

বাংলাদেশ দলের প্রধান কোচ জেমি ডে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জামাল করোনাভাইরাস পজিটিভ। খবরটা খুবই খারাপ। কাতারে থাকা অবস্থাতেই তিনি আক্রান্ত হয়েছেন। কয়েক দিন আগেই ও পজিটিভ হয়েছে।’

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই খেলতে কাতার গিয়েছিল বাংলাদেশ দল। ৫-০ গোলের বড় হারের পরের দিন ৫ ডিসেম্বর দেশে ফেরে লাল-সবুজ জার্সিধারীরা। তবে তাদের সাথে ফেরেননি অধিনায়ক জামাল ভূঁইয়া।

জানুয়ারিতে শুরু হচ্ছে আই-লিগ। ভারতীয় ফুটবল প্রতিযোগিতায় এবার জামাল খেলবেন কলকাতা মোহামেডানের হয়ে। গত ১০ ডিসেম্বর নতুন দলের সাথে যোগ দেয়ার কথা ছিল তার।

করোনা আক্রান্ত হওয়ায় জামালের কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। জেমি ডে বলেন, ‘ওর এখনকার যে অবস্থা, তাতে করে কলকাতা মোহামেডানে খেলতে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here