জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, যা বললেন মাশরাফি
সবুজদেশ ডেক্সঃ জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সহজ জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত খেলেছেন ইমরুল কায়েস। আর শেষ ওয়ানডেতে দলে জায়গা পেয়েই সেঞ্চুরি হাঁকিয়েছেন সৌম্য সরকার।
তাদের নান্দনিক ব্যাটিংয়ের প্রশংসা করে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার মাশরাফি বলেন, ‘এশিয়া কাপ থেকে ফিরে এসে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বোলিং ডিপার্টমেন্টে আরও উন্নতির প্রয়োজন আছে। এমনকি আমার নিজেও। আমরা কিছুটা সময় ছন্দে ছিলাম না, তবে সমাপ্তিটা ভালো হয়েছে। অনভিজ্ঞ বোলাররাও ভালো করেছে। আমরা জিম্বাবুয়েকে ২৮৫ রানের মধ্যে বেধে ফেলেছি। সৌম্য এবং ইমরুল খুব শান্ত মেজাজে খেলেছেন। আশা করছি, টেস্ট দলও ভালো খেলবে।’