জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়: আবুবকর বিশ্বাস
বাংলাদেশের মাটিতে জিয়াউর রহমানের জন্ম না হলে স্বাধীনতার ঘোষণা হতো না। জিয়াউর রহমান গণ মানুষের নেতা। মহান স্বাধীনতা’র ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি।
দেশের মাটি থেকে বিএনপির নাম চিরতরে নিশ্চিহ্ন করার জন্য জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পরও বিএনপি’র নাম মুছে ফেলতে পারেনি। দলের হাল ধরেছে তার সহধর্মিনী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর (৮৯) জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি আবুবকর বিশ্বাস।
জাতীয়তাবাদী দল বিএনপি কোটচাঁদপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে (২০ জানুয়ারি ) সোমবার বিকালে মেইন বাসস্ট্যান্ড রোডে বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল হক, পৌর বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খোকন, সাবেক কমিশনার শারাফত হোসেন পুটকে, পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহানুর রহমান সাহান প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক বাঁধন রাজিব শিশু। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, সেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সবুজদেশ/এসইউ