জিয়া স্মৃতি জাদুঘরের সামনে থাকা জিয়াউর রহমানের আবক্ষ ভাস্কর্যটির মুখ এভাবে কাগজ দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল চারটায়।

সবুজদেশ ডেক্সঃ চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরের সামনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যের উপরিভাগ কাগজ দিয়ে কে বা কারা ঢেকে দিয়েছে।

তিন দিন ধরে জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচি ও বিবৃতি যুদ্ধ চলছে। একটি পক্ষ ভবনটিকে ‘মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ করতে আন্দোলনে নেমেছে। অন্য পক্ষ জিয়ার নামে জাদুঘর বহাল রাখতে বিবৃতি দিয়েছে।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও বিবৃতির মধ্যে জিয়ার ভাস্কর্যের উপরিভাগ কে বা কারা কাগজ দিয়ে ঢেকে দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে ভাস্কর্য ঢেকে দেওয়ার বিষয়টি নজরে আসে। এর আগে জিয়া স্মৃতি জাদুঘরের নামফলক কালি দিয়ে মুছে দেওয়া হয়।

১৯৮১ সালের ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট সাউসে নিহত হন। ব্রিটিশ আমলে তৈরি চট্টগ্রাম সার্কিট হাউসকে ১৯৯১ সালে তৎকালীন বিএনপি সরকার জিয়া স্মৃতি জাদুঘরে পরিণত করে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here