ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ দোকান, ক্ষতি প্রায় ২২ লাখ টাকা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে।

 

চুয়াডাঙ্গার জীবননগরে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় ২২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সোমবার (২৬ মে) দিবাগত আনুমানিক রাত দেড়টার দিকে জীবননগর পৌরসভার পাশে অবস্থিত কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।

বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা নাইট গার্ড রেজাউল ইসলাম জানান, তিনি প্রথম আগুনের শিখা দেখতে পান বাজারের সাইফুল হোটেল থেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল। প্রায় আড়াই ঘণ্টার টানা প্রচেষ্টার পর ভোর চারটার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, কাপড়, হোটেল ও কাঁচামালের দোকানও রয়েছে।

চুয়াডাঙ্গার উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। অগ্নিকাণ্ডে মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে আনুমানিক ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে প্রায় ৭০ লাখ টাকার পণ্যসামগ্রী আগুনের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাটসভা-লিফলেট বিতরণ

জীবননগরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ দোকান, ক্ষতি প্রায় ২২ লাখ টাকা

Update Time : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

চুয়াডাঙ্গার জীবননগরে অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় ২২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সোমবার (২৬ মে) দিবাগত আনুমানিক রাত দেড়টার দিকে জীবননগর পৌরসভার পাশে অবস্থিত কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।

বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা নাইট গার্ড রেজাউল ইসলাম জানান, তিনি প্রথম আগুনের শিখা দেখতে পান বাজারের সাইফুল হোটেল থেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল। প্রায় আড়াই ঘণ্টার টানা প্রচেষ্টার পর ভোর চারটার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এই ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, কাপড়, হোটেল ও কাঁচামালের দোকানও রয়েছে।

চুয়াডাঙ্গার উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। অগ্নিকাণ্ডে মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে আনুমানিক ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে প্রায় ৭০ লাখ টাকার পণ্যসামগ্রী আগুনের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সবুজদেশ/এসইউ