ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জীবনে কোনো কিছু লুকাইনি

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। জন্মদিন কীভাবে কাটাবেন?

এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, ‘জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না। বরাবরের মতোই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাব।

তিনি আরও বলেন, ‘আমি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যামব্যাসেডর। সন্ধ্যায় তাদের অফিসে যেতে হবে। আমার ধারণা, সেখানে কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে।’ বিবাহিত জীবন নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘খুব ভালো, আমরা হ্যাপি।

মা হওয়ার গুঞ্জন শোনা প্রসঙ্গে মৃদু হেসে অভিনেত্রী বলেন, ‘এমন গুঞ্জন আমি শুনিনি। এটা তো খুব ভালো খবর। এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।

নতুন সিনেমায় যুক্ত হওয়া এই অভিনেত্রী বলেন, ‘নতুন কিছু করলে আপনাদের জানাব। এ বছর তো চলেই যাচ্ছে। আশা করছি সামনের বছর নতুন কাজ শুরু করতে পারব।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৭ প্রতিযোগিতায় প্রথম হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন।

মডেল হিসেবে কাজ শুরু করলেও পরে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন মিম। ক্যারিয়ারের শুরুতেই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তার প্রথম সিনেমা ‘আমার আছে জল’।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৭:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
২৮ Time View

জীবনে কোনো কিছু লুকাইনি

আপডেট সময় : ০৭:০০:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের আজ জন্মদিন। জন্মদিন কীভাবে কাটাবেন?

এমন প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, ‘জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না। বরাবরের মতোই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাব।

তিনি আরও বলেন, ‘আমি একটি প্রসাধনী প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যামব্যাসেডর। সন্ধ্যায় তাদের অফিসে যেতে হবে। আমার ধারণা, সেখানে কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে।’ বিবাহিত জীবন নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, ‘খুব ভালো, আমরা হ্যাপি।

মা হওয়ার গুঞ্জন শোনা প্রসঙ্গে মৃদু হেসে অভিনেত্রী বলেন, ‘এমন গুঞ্জন আমি শুনিনি। এটা তো খুব ভালো খবর। এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।

নতুন সিনেমায় যুক্ত হওয়া এই অভিনেত্রী বলেন, ‘নতুন কিছু করলে আপনাদের জানাব। এ বছর তো চলেই যাচ্ছে। আশা করছি সামনের বছর নতুন কাজ শুরু করতে পারব।

১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। লাক্স-চ্যানেল আই সুপারস্টার-২০০৭ প্রতিযোগিতায় প্রথম হয়ে বিনোদন অঙ্গনে পা রাখেন।

মডেল হিসেবে কাজ শুরু করলেও পরে অভিনয়শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন মিম। ক্যারিয়ারের শুরুতেই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তার প্রথম সিনেমা ‘আমার আছে জল’।

সবুজদেশ/এসইউ