জুটি বাঁধলেন ক্যামেরন ও ফক্স
ওটিটিতে মুক্তি পেল ক্যামেরন ডিয়াজ-এর ‘ব্যাক ইন অ্যাকশন’। ১৮ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ সিনেমায় ক্যামেরনের
কো-আর্টিস্ট জেমি ফক্স।
সিনেমাটির শিরোনামের সঙ্গে আশ্চর্য মিল ক্যামেরনের বাস্তবজীবনের। তিনি অ্যাকশনে ফিরলেন ১০ বছর পর। ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমার পর হলিউড থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বন্ধ করেছিলেন প্রকাশ্যে আসা। এই দীর্ঘ সময় পরিবারকে কেন্দ্র করেই ছিল তার সব ব্যস্ততা।
এক দশক বিরতির পর ব্যাক ইন অ্যাকশনে অভিনয় করেছেন তিনি। এ প্রসঙ্গে ক্যামেরন বলেন, ‘সিনেমায় অভিনয় করার অধিকার যেমন আমার রয়েছে আবার না করার অধিকারও রয়েছে। এটা নির্ভর করছে আমার পরিস্থিতি এবং সিদ্ধান্তের ওপর। তার জন্যে বর্তমানে আমি সুদূর ভবিষ্যতের সিদ্ধান্ত জানাতে চাই না। ওসব নিয়ে চিন্তাও করতে চাই না। সিনেমাটিতে অভিনয় করার জন্য জেমি ফক্স ফোন করে আমাকে। তাকে না বলার ক্ষমতা-সাহস আমার ছিল না। কারণ, ইন্ডাস্ট্রিতে যদি এমন কোনো অভিনেতা থাকে, যার সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে মাসের পর মাস সেটে হেসেখেলে কাটাতে পারি; সে জেমি ফক্স।
ব্যাক ইন অ্যাকশন সিনেমায় ডিয়াজ অভিনয় করেছেন এমিলি চরিত্রে। ফক্সের চরিত্রের নাম ম্যাট। দুজনই সিআই-এর সাবেক গুপ্তচর। অ্যাকশন-থ্রিলার সিনেমাটি মুক্তির পরপরই সিনেপ্রেমীদের নজর কেড়েছেন এই জুটি।
সবুজদেশ/এসইউ