জুতার মধ্যে ৫৬ লাখ টাকার স্বর্ণ, চোরাকারবারী আটক
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জুতার মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় এক কেজি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার ও চোরাকারবারীকে আটক করা হয়।
আটক চোরাকারবারী মিলন মিয়া (২৮) কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের ওহাব আলীর ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। অভিযানকালে মিলন মিয়া নামের এক যুবককে আটক করা হয়। পরে তাকে তল্লাশী চালিয়ে তার জুতার ভিতরে বিশেষভাবে লুকায়িত ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ১৪৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম। মূল্য ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা।
তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। আটক চোরাকারবারীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।