ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুতা দিয়ে ট্র্যাফিক পুলিশকে মারধর : দুই নারী গ্রেপ্তার

ছবি সংগৃহীত-

 

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের সদস্যকে জুতাপেটা করা দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী মারধর করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করেন, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। ওই দুই নারী পায়ের জুতা খুলে পুলিশ সদস্যকে মারেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ দুই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

জুতা দিয়ে ট্র্যাফিক পুলিশকে মারধর : দুই নারী গ্রেপ্তার

Update Time : ০৯:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

 

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের সদস্যকে জুতাপেটা করা দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী মারধর করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করেন, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। ওই দুই নারী পায়ের জুতা খুলে পুলিশ সদস্যকে মারেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম ও হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ দুই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সবুজদেশ/এসইউ