ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জেএসসি: যশোর বোর্ডে বেড়েছে জিপিএ-৫ ও পাসের হার

Reporter Name

যশোরঃ

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে ঘুরে দাঁড়িয়েছে যশোর শিক্ষাবোর্ড। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে প্রায় ৭ শতাংশ। আর জিপিএ-৫ বেড়েছে আড়াই হাজার। গত দু’বছর গণিতে ফল বিপর্যয়ের কারণে ধস নেমেছিল পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে।

এ বছর জেএসসিতে যশোর বোর্ডে পাসের হার ৯১ দশমিক ০৮ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৭৫৫। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৬১ শতাংশ এবং ৭ হাজার ২৫৬ জন জিপিএ-৫ পেয়েছিল। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে এতথ্য জানানো হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর ২ লাখ ৩৩ হাজার ৮২৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ছাত্র ১ লাখ ১২ হাজার ১৪১ ও ছাত্রী ১ লাখ ২১ হাজার ৬৮৮। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯৬ ও ছাত্রী ১ লাখ ১২ হাজার ২৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন ছাত্রছাত্রী। পাসের হার ৯১ দশমিক ০৮।
গত বছর (২০১৮) ২ লাখ ৪২ হাজার ৭১১ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ছাত্র ছিল ১ লাখ ১৫ হাজার ৭২৯ ও ছাত্রী ১ লাখ ২৬ হাজার ৯৮২। এরমধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৫৩৬ জন। জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ২৫৬ জন। পাসের হার ছিল ৮৪ দশমিক ৬১।

২০১৭ এই বোর্ড থেকে ২ লাখ ৯ হাজার ৫১৫ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ছাত্র ছিল ১ লাখ ১ হাজার ২৬৫ ও ছাত্রী ১ লাখ ৮ হাজার ২৫০। এরমধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৭৪ হাজার ৭৭৬ জন। জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৬১২ জন। পাসের হার ছিল ৮৩ দশমিক ৪২।

জেএসসি’র ফলাফল সম্পর্কে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর বোর্ডের সার্বিক ফলাফলে তারা সন্তুষ্ট। এবছর ছাত্রদের চেয়ে বেশিসংখ্যক ছাত্রী জেএসসিতে অবতীর্ণ হয়েছিল। আবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফলও ভাল। তাদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিও বেশি।  

তিনি আরও বলেন, জেএসসিতে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। নির্ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। একই সাথে পারিবারিক সচেতনতা বৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় ফলাফল ভাল হয়েছে।

Tag :

About Author Information
Update Time : ০২:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
৩৩৭ Time View

জেএসসি: যশোর বোর্ডে বেড়েছে জিপিএ-৫ ও পাসের হার

Update Time : ০২:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯

যশোরঃ

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফলে ঘুরে দাঁড়িয়েছে যশোর শিক্ষাবোর্ড। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে প্রায় ৭ শতাংশ। আর জিপিএ-৫ বেড়েছে আড়াই হাজার। গত দু’বছর গণিতে ফল বিপর্যয়ের কারণে ধস নেমেছিল পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে।

এ বছর জেএসসিতে যশোর বোর্ডে পাসের হার ৯১ দশমিক ০৮ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৭৫৫। গত বছর পাসের হার ছিল ৮৪ দশমিক ৬১ শতাংশ এবং ৭ হাজার ২৫৬ জন জিপিএ-৫ পেয়েছিল। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে এতথ্য জানানো হয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর ২ লাখ ৩৩ হাজার ৮২৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ছাত্র ১ লাখ ১২ হাজার ১৪১ ও ছাত্রী ১ লাখ ২১ হাজার ৬৮৮। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯৬ ও ছাত্রী ১ লাখ ১২ হাজার ২৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৫৫ জন ছাত্রছাত্রী। পাসের হার ৯১ দশমিক ০৮।
গত বছর (২০১৮) ২ লাখ ৪২ হাজার ৭১১ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ছাত্র ছিল ১ লাখ ১৫ হাজার ৭২৯ ও ছাত্রী ১ লাখ ২৬ হাজার ৯৮২। এরমধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৫৩৬ জন। জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ২৫৬ জন। পাসের হার ছিল ৮৪ দশমিক ৬১।

২০১৭ এই বোর্ড থেকে ২ লাখ ৯ হাজার ৫১৫ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ছাত্র ছিল ১ লাখ ১ হাজার ২৬৫ ও ছাত্রী ১ লাখ ৮ হাজার ২৫০। এরমধ্যে উত্তীর্ণ হয়েছিল ১ লাখ ৭৪ হাজার ৭৭৬ জন। জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৬১২ জন। পাসের হার ছিল ৮৩ দশমিক ৪২।

জেএসসি’র ফলাফল সম্পর্কে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর বোর্ডের সার্বিক ফলাফলে তারা সন্তুষ্ট। এবছর ছাত্রদের চেয়ে বেশিসংখ্যক ছাত্রী জেএসসিতে অবতীর্ণ হয়েছিল। আবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফলও ভাল। তাদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিও বেশি।  

তিনি আরও বলেন, জেএসসিতে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। নির্ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। একই সাথে পারিবারিক সচেতনতা বৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় ফলাফল ভাল হয়েছে।