ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জোর করে মৃত প্রেমিকের সাথে নাবালিকার বিয়ে, পরানো হল সিঁদুর!

Reporter Name

জোর করে মৃত প্রেমিকের সাথে নাবালিকার বিয়ে, পরানো হল সিঁদুর! -

সবুজদেশ ডেস্কঃ

সম্পর্কের টানাপোড়েনে যুবকের আত্মহত্যা। তার প্রেমিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে মৃতের হাত দিয়ে সিঁদুর পরানোর অভিযোগ উঠল মৃতের পরিবারের বিরুদ্ধে। ওই নাবালিকার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। ইতোমধ্যেই এ বিষয়ে মৃতের পরিবারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ নাবালিকার মা।

জানা গেছে, মৃত যুবকের বয়স ২০ বছর। আদতে মেমারির বাসিন্দা হলেও পূর্ব বর্ধমানের কাটাপুকুর এলাকায় ভাড়া থাকতেন তিনি। ওই এলাকারই বাসিন্দা এক নাবালিকার সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবক। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। নাবালিকার মা কোনোভাবেই এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না। এই নিয়ে অশান্তিও চলছিল। এসবের মাঝেই গত ২৯ মে আত্মঘাতী হন ওই যুবক। খবর পেয়ে লাম উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এদিকে ছেলের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। প্রেমিকার কারণেই যুবকের এই পরিণতি বলে দাবি করেন তারা।

অভিযোগ, রোববার বিকেলে ময়নাতদন্তের পর যুবকের লাশ এলাকায় আনা হলে নাবালিকাকে জোর করে বাড়ি থেকে তুলে সেখানে নিয়ে যায় মৃতের পরিবার ও বাড়ির মালিক। সেখানেই মৃতের হাত দিয়ে সিঁদুর পরানো হয় তার প্রেমিকাকে। পরানো হয় শাখা-পলাও। এরপর নিয়ম মেনে তা ভেঙে দেয়া হয়। মুছে দেয়া হয় সিঁদুর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নাবালিকার মায়ের অভিযোগ, মেয়েকে আনতে সেখানে গেলে তাকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তার মেয়েকে মারধর ও শ্লীলতাহানিও করা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র : সংবাদ প্রতিদিন

About Author Information
আপডেট সময় : ০৮:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
২৬৯ Time View

জোর করে মৃত প্রেমিকের সাথে নাবালিকার বিয়ে, পরানো হল সিঁদুর!

আপডেট সময় : ০৮:০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

সবুজদেশ ডেস্কঃ

সম্পর্কের টানাপোড়েনে যুবকের আত্মহত্যা। তার প্রেমিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে মৃতের হাত দিয়ে সিঁদুর পরানোর অভিযোগ উঠল মৃতের পরিবারের বিরুদ্ধে। ওই নাবালিকার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। ইতোমধ্যেই এ বিষয়ে মৃতের পরিবারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ নাবালিকার মা।

জানা গেছে, মৃত যুবকের বয়স ২০ বছর। আদতে মেমারির বাসিন্দা হলেও পূর্ব বর্ধমানের কাটাপুকুর এলাকায় ভাড়া থাকতেন তিনি। ওই এলাকারই বাসিন্দা এক নাবালিকার সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবক। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। নাবালিকার মা কোনোভাবেই এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না। এই নিয়ে অশান্তিও চলছিল। এসবের মাঝেই গত ২৯ মে আত্মঘাতী হন ওই যুবক। খবর পেয়ে লাম উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এদিকে ছেলের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। প্রেমিকার কারণেই যুবকের এই পরিণতি বলে দাবি করেন তারা।

অভিযোগ, রোববার বিকেলে ময়নাতদন্তের পর যুবকের লাশ এলাকায় আনা হলে নাবালিকাকে জোর করে বাড়ি থেকে তুলে সেখানে নিয়ে যায় মৃতের পরিবার ও বাড়ির মালিক। সেখানেই মৃতের হাত দিয়ে সিঁদুর পরানো হয় তার প্রেমিকাকে। পরানো হয় শাখা-পলাও। এরপর নিয়ম মেনে তা ভেঙে দেয়া হয়। মুছে দেয়া হয় সিঁদুর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নাবালিকার মায়ের অভিযোগ, মেয়েকে আনতে সেখানে গেলে তাকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। তার মেয়েকে মারধর ও শ্লীলতাহানিও করা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র : সংবাদ প্রতিদিন