ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৬:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

 

ঝিকরগাছায় সাহেব আলী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে, ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের মৃত আব্দুল ওহাব গাজীর ছেলে।

বুধবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে নামাজ পড়তে আসা মুসল্লিরা ঝিকরগাছার মাটিকুমরা গ্রামের উত্তরপাড়া রফিকুলের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে সাহেব আলীর লাশ দেখতে পায়।

স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে, ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাহেব আলীর মৃতদেহ উদ্ধার করে।

জানা যায়, সাহেব আলী দীর্ঘ ১৫ বছর এলাকার বাইরে ছিলেন। সে গত কিছুদিন আগে এলাকায় ফিরে নাভারন-বাগআঁচড়া রোডে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। দীর্ঘদিন এলাকার বাইরে থাকায় গ্রামবাসী প্রথমে ভালো করে তাকে চিনতে পারেনি। তার কাছে থাকা আইডি কার্ড দেখে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত হন তিনি মাটিকুমরা গ্রামের ছেলে।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিকরগাছায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

Update Time : ০৬:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

 

ঝিকরগাছায় সাহেব আলী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে, ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের মৃত আব্দুল ওহাব গাজীর ছেলে।

বুধবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে নামাজ পড়তে আসা মুসল্লিরা ঝিকরগাছার মাটিকুমরা গ্রামের উত্তরপাড়া রফিকুলের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে সাহেব আলীর লাশ দেখতে পায়।

স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে, ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাহেব আলীর মৃতদেহ উদ্ধার করে।

জানা যায়, সাহেব আলী দীর্ঘ ১৫ বছর এলাকার বাইরে ছিলেন। সে গত কিছুদিন আগে এলাকায় ফিরে নাভারন-বাগআঁচড়া রোডে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। দীর্ঘদিন এলাকার বাইরে থাকায় গ্রামবাসী প্রথমে ভালো করে তাকে চিনতে পারেনি। তার কাছে থাকা আইডি কার্ড দেখে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত হন তিনি মাটিকুমরা গ্রামের ছেলে।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ