ঝিনাইদহের করাতিপাড়া বাওড়ে মাছের পোনা অবমুক্তকরণ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নৈহাটি মৎস্যজীবি সমবায় সমিতি উন্নয়ন প্রকল্পের আওতায় করাতিপাড়া বাওড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ পোনা অবমুক্ত করেন। করতিপাড়া নৈহাটি বাউড়টি ৪৩.৮৪ একর জমির উপর অবস্থিত। দুইশত কেজি রুই,কাতলা,মৃগেল মাছ অবমুক্ত করা হয়। সরকারের রাজস্ব আয়ে ব্যপক ভূমিক পালন করে থাকে এই স্থানটি। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মতিয়ার রহমান,করতিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইরফান বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু জাফর, বাওড়ের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বল্লভ মাঝি, অনির্বান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক বিনয় কৃষ্ণ বিশ্বাস, ,ফিরোজ,বাবলু মেম্বর,আঃ রহিম, সরকার,হালিম জোয়াদ্দার,জামির হোসেন,নজরুল ইসলাম,নুরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।