সবুজদেশ ডেক্সঃ  হাতে-পায়ে-মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার নামে । পল্লি কবি জসিম উদ্দিনের লেখা বিখ্যাত ‘ফুটবল খেলোয়াড়’ কবিতার সাথে মিলে যায় ঝিনাইদহের কালিগঞ্জের জাহিদ পারভেজ আলমগীরের জীবনের যুদ্ধ ও সফলতা।  চেষ্টা করলে সবই সম্ভব তারই উজ্জ্বল দৃষ্টান্ত আলমগীর।

জাহিদ পারভেজ আলমগীর কালিগঞ্জের কলেজ পাড়ার মিরাজুল হকের ছেলে। খুব অল্প বয়সেই ফুটবল খেলাকে পেশা হিসেবে নিয়েছে। কিন্তু থেমে থাকেনি তার পড়ালেখা।

অন্যান্য শিক্ষার্থী যখন এইচএসসি পরীক্ষার পর বই, খাতা নিয়ে বিশ্ববিদ্যালয ভর্তি কোচিং এ যায়, আলমগীর তখন বুট নিয়ে ফুটবল খেলতে যায়।

সরকারি মাহাতাব উদ্দিন কলেজ থেকে ২০১৮ সালে জিপিয়ে ৫ পায়ে পাস করে

কিন্তু নিজে চেষ্টা করেও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় । তারই দৃষ্টান্ত আলমগীর ।

আলমগীর বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য ফুটবল ক্লাব মুক্তিযোদ্ধা সংসদের খেলোয়াড়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here