ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ মেলার নামে চলছে রমরমা জুয়া চরকা আসর
কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ
ঈদ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে আনন্দ মেলা। প্রতিদিন রাতে আনন্দ মেলার নামে চলছে রমরমা জুয়া চরকা বাণিজ্য। সর্বস্বান্ত হচ্ছে যুব সমাজ।
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার শৈয়বনগর বন্ধুমহল উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
সরজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুয়া, চরকা খেলা হচ্ছে। অভিযোগে জানা গেছে, সরকার দলীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে চলছে এ জুয়ারবোর্ড। বাঘ, সিংহ, মাছ, চলচ্চিত্রের নায়ক নায়িকাদের ছবি যুক্ত করে চলছে চরকাবোর্ড। প্রতিদিন স্কুল, কলেজছাত্ররা ভিড় করছে জুয়ার আসরে। রাত যত গভীর হয় জুয়ার আসর জমতে থাকে। কালীগঞ্জ শহরের কোমলমতি শিশু যুবসমাজ হাজার হাজার টাকা ব্যয় করে খালি হাতে বাড়ি ফিরছেন।
৯ নম্বর ওয়ার্ড এলাকার এক বাসিন্দা নাম না প্রকাশ না করার শর্তে বলেন, আনন্দ মেলা নামে জুয়া-চরকা খেলায় আমাদের সন্তানরা সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। রাতের বেলা লেখাপড়া না করে মেলার দিকে যায়। গভীর রাতে বাড়ি ফিরছে। আমাদের কথা শুনছে না।
এ বিষয়ে কালীগঞ্জ থানা ওসি মিজানুর রহমান বলেন, মেলার নামে জুয়া খেলা চলতে দেয়া হবে না। আমরা বিষয়টি দেখছি।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় বলেন, আনন্দমেলার কোনও অনুমতি দেয়া হয়নি। কেউ জুয়া ও চরকা বাণিজ্য করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শিপলু জামান
কালীগঞ্জ ঝিনাইদহ