সবুজেদশ ডেক্সঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি আনারের ‘নৌকা’ প্রতীকে ভোট প্রদানের সমর্থনে কালীগঞ্জ বৈশাখী তেলপাম্প এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা।
আজ (২৬ ডিসেম্বর) বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালীগঞ্জ উপজেলা ইউনিট কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সর্দারের নেতৃত্বে মটর সাইকেলযোগে নির্বাচনের গণসংযোগ শুরু হয়। কালীগঞ্জ পৌর এলাকাসহ ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার নলডাঙ্গা, বেলেডাঙ্গা, লাউতলা, কালুখালী, পন্নাতলা, ছালাভরা, দুধরাজপুর, বলরামপুর, কোলা বাজার, জামাল ইউনিয়ন, রায়গ্রাম, শিমলা, রোকনপুরসহ উপজেলার বিভিন্ন গ্রাম-এলাকায় গণসংযোগে গিয়ে মানুষের কাছে মুক্তিযুদ্ধের প্রতীক ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ‘নৌকা’ মার্কায় ভোট প্রদানের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে গণসংযোগে অংশ নেন সাধারন সম্পাদক বীরমুক্তি যোদ্ধা জয়নাল আবেদিন, লিয়াকত আলী বিশ্বাস, গোলাম মস্তফা, শুকুর আলী, ডাঃ অমেত আলী প্রমুখ।
নির্বাচনী গণসংযোগকালে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার লিয়াকত আলী বিশ্বাষ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-ঝিনাইদহ আংশিক) আসনে মুক্তিযুদ্ধের প্রতীক ‘নৌকা’ মার্কায় এমপি আনারকে ভোট দিয়ে নির্বাচিত করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here