ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নীমতলা বাসস্ট্যান্ডে গান্না রোডে অবস্থিত ব্যাটারী এন্ড আইপি এস-২ সেন্টারটি বড় ধরনের চুরির হাত থেকে রক্ষা পেল
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নীমতলা বাসস্ট্যান্ডে গান্না রোডে অবস্থিত ব্যাটারী এন্ড আইপি এস-২ সেন্টারটি বড় ধরনের চুরির হাত থেকে রক্ষা পেল। দিবাগত রাত আনুমানিক ৩ টার সময় এ ঘটনাটি ঘটে। কালো মাইক্রোযোগে ৫/৬ জন লোক আলম মাহমুদের ব্যাটারী এন্ড আইপি এস সেন্টারে সামনে গাড়িটি থামায়। রাতে নৈশ প্রহরী মোকলেচুর রহমান অন্যপাশ্বে দায়িত্ব পালন করতে গেলে মুহুর্তের মধ্যে এ ঘটনা ঘটে। মাইক্রোতে অবস্থানরত চোরেরা নেমে প্রথমে দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তালা কাটার যন্ত্রদিয়ে তালা কাটতে থাকে। প্রথমিক ভাবে নৈশ প্রহরী লাইট মেরে বাধা প্রধান করলে অতি দ্রুতগতিতে গাড়িটি ঝিনাইদহ রোডের দিকে পালিয়ে যায়। এ বিষয়ে দোকান মালিক আলম মাহমুদ জানান, রাতে বিষয়টি আমি জেনেছি, নৈশ প্রহরীর কারনে বড় ধরনে চুরিরর হাত থেকে রক্ষা পেয়েছি। রিপোর্ট লেখা পর্যন্ত কালীগঞ্জ থানাতে সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে।