ঝিনাইদহের কালীগঞ্জ হাসপাতালের বারান্দায় পড়ে আছে অজ্ঞাত যুবকের লাশ
সবুজদেশ ডেক্সঃ সোমবার দুপুর থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের বারান্দায় পড়ে আছে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃতদেহ। কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারিনি। মৃতদেহের পরিচয় নিশ্চিত না করতে পারায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। ইতিমধ্যে তারা কালীগঞ্জ থানা ও আনজুমান মফিদুলকে জানিয়েছে। রবিবার দুপুরে কে বা কারা ঐ অজ্ঞাত যুবককে গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে রেখে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ অরুন কুমার জানান, রোববার দুপুরে কে বা করা অজ্ঞাত এ যুবককে হাসপাতালের জরুরী বিভাগে রেখে চলে যায়। এর পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করায়। সোমবার দুপুর ১টার দিকে সে মারা যায়। চিকিৎসক অরুন কুমার আরো জানান, খুব সম্ভব রোগীটি হৃদরোগে আক্রান্ত হয়েছিল এবং মানুষিক ভাবে সমস্যাও থাকতে পারে। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মৃতদেহ নিতে কেউ হাসপাতালে আসে। বাধ্য হয়ে থানা পুলিশ ও আনজুমান মফিদুলকে জানানো হয়েছে।