ঝিনাইদহের পাঁচ উপজেলায় করোনা রোগী শনাক্ত
ঝিনাইদহঃ
ঝিনাইদহের ৬টি উপজেলার মধ্যে ৫টিতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এগুলো হলো- ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপা। বাকি রয়েছে শুধু হরিণাকুন্ডু উপজেলা।
রোববার ঝিনাইদহের ১৪ টি নমুনা পরীক্ষার মধ্যে আরও ৭ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
রোববার সকালে তিনি এ তথ্য জানান। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২ জন, কালীগঞ্জে ২ জন, কোটচাঁদপুরে ১ জন, মহেশপুরে ১ ও শৈলকুপায় ১ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আক্রান্ত একজন স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ও অন্যজন চাষী রয়েছেন। এছাড়াও মহেশপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক ও শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী রয়েছেন ও কোটচাঁদপুর উপজেলার পাঁচলিয়া গ্রামের এক রাজমিস্ত্রী রয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা শিরিন বলেন, রোববার কালীগঞ্জে নতুন দুইজন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন চিকিৎসক ও অন্যজন চাষী।
কোটচাঁদপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ জানান, তিনি জ্বর, ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার সকালে তার রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি বর্তমানে হাসপাতালের আইসোলেশনে আছেন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৪ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ জন করোনা পজেটিভ এসেছে। বাকি ৭টি নেগেটিভ এসেছে।
ঝিনাইদহ করোনা সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, এক ব্যক্তির নাম দুইবার আসায় প্রথমে ভূল হয়েছে। ঝিনাইদহে রোববার ৭ জন করোনায় আক্রান্ত বলে জানান তিনি।
এ নিয়ে গত দুই দিনের রিপোর্টে ঝিনাইদহ জেলা মোট ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনিবার ঝিনাইদহে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। একজন ঝিনাইদহ সদরে ও অন্যজন কালীগঞ্জ উপজেলায়। ঝিনাইদহ সদরে ৩ জন, কালীগঞ্জে ৩ জন, শৈলকুপায় ১ জন, মহেশপুরে ১ ও কোটচাঁদপুরে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।