সবুজদেশ ডেক্সঃ বিশ্ব মৃত্তিকা দিবসে এবার সয়েল কেয়ার পদক পেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জের মর্জিনা বেগম।

কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ঢাকার খামারবাড়ি আ.কা.মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে তাকে এ পদক দেয়া হয়। মাটির স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি বিষমুক্ত পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) ও জৈব বালাইনাশক ব্যবহারে অবদান রাখায় সৃজনশীল কৃষক হিসেবে তিনি এ পদক পান।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের ওমর আলীর মেয়ে মর্জিনা এর আগে একাধিকবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, পরিবেশ পদক, বিভাগীয় জয়িতা পদক পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির মহাপরিচালক কৃষিবিদ অমিতাভ দাস, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ, এফএও বাংলাদেশ প্রতিনিধি ডি. সিম্পসন ও প্র্যাকটিক্যাল এগ্রিকালচারের কান্ট্রি ডিরেক্টর হাসিম জাহান।

সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিউটের মহাপরিচালক বিধান কুমার ভাণ্ডার। অনুষ্ঠানে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউটের সাবেক মহাপরিচালক ড. মুহাম্মদ ইদ্রিস আলী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জহির উদ্দিনকে পুরস্কার প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here