ঝিনাইদহ-১ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি অন্তর্বতী জামিন পেয়েছেন। আজ রোববার সন্ধ্যায় ৫ হাজার টাকা মুচলেকায় জেলা ও দায়রা জজ আদালত জামিন দেন তাদের। সন্ধ্যা ৬ টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তারা।
বিবাদী পক্ষের আইনজীবি এ্যাডঃ আব্দুল মান্নান ও এ্যাডঃ শামসুজ্জামান তুহিন জানান, ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার দুইটি মামলায় এবং ঝিনাইদহ-২ আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি একটি হত্যা সহ তিন মামলায় কারাগারে ছিলেন। অর্ন্তবর্তী জামিন পেয়েছে তারা।
আইন জীবিরা আরো জানান, রোববার (২৪ নভেম্বর) অসুস্থ্যতার কারণ দেখিয়ে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানানো হলে শুনানী শেষে বিচারক মোঃ ইমরান হোসেন চৌধুরী আগামী ধার্য তারিখ ১লা ডিসেম্বর পর্যন্ত জামিন মুঞ্জুর করেন তাদের।
উল্লেখ্য-ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি সভাপতি এমএ মজিদের বাড়ি ভাঙচুর অগ্নি সংযোগের ঘটনায় দায়ের করা পৃথক দুই মামলায় নায়েব আলী জোয়ারদারকে ১২ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে জামায়াত কর্মি ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা শিক্ষক আঃ ছালাম হত্যা সহ তিন মামলায় ৭ নভেম্বর সাভার থেকে গ্রেফতার করে র্যাব।
সবুজদেশ/এসইউ
নিজস্ব প্রতিবেদক 





















