ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঝিনাইদহে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মষিয়াঘাট মাঠের একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সকালে জেলেরা বিলের মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের ভিতর একটি লাশ ভাসতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে প্রাথমিক ভাবে মৃতব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সবুজদেশ/এসইউ