ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে অমিতাভ হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার (ভিডিও)

  • Reporter Name
  • Update Time : ০৯:২২:২১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ১২৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের চাঞ্চল্যকার অমিতাভ সাহা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজলু ওরফে রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেন ।

পুলিশের দাবী রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় মেহেরপুর সীমান্ত থেকে রাজলুকে গ্রেপ্তার করা হয়। রাজলু ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকার মুনাব্বর হোসেনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, অমিতাভ ৩১ আগষ্ট মাগুরা জেলা থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর ৩ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় তার বস্তা বন্দি লাশ খুজে পায় পুলিশ। লাশ উদ্ধারের পর তার স্ত্রী তিশা নন্দি মরদেহটি অমিতাভের বলে সনাক্ত করেন।

তিনি আরও বলেন, রাজলু প্রাথমিকভাবে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করেছে। আদালতের কাছে আমরা রাজলুর রিমান্ড চাইবো।

স্ত্রী তিশা নন্দি বলেন, রাজলু নামে এক ব্যক্তি চাকরী দেয়ার নাম করে ৩১ আগষ্ট অমিতাভকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবী করেন।

সংবাদ সম্মেলতে আরও উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও সদর থানার ওসি শেখ সোহেল রানা, ডিবি ওসি শাহীন উদ্দীনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

ভিডিও…

Tag :