ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলসহ আন্তঃজেলার সংঘবদ্ধ ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ০৮ সেপ্টেম্বর সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোজাহিদুল ইসলাম মানিক (৪১), শৈলকুপা উপজেলার জালশুকা গ্রামের মুকুল শিকদারের ছেলে টুটুল শিকদার (৩৫), ঝিনাইদহ সদর থানার তেতুলবাড়ীয়া গ্রামের আবু বক্করের ছেলে রিপন হোসেন (৩৩), কুষ্টিয়া ইবি থানার উজান গ্রামের আফিল উদ্দীনের ছেলে শাহিন (২৫), কুষ্টিয়া ইবি থানার বেড় বাড়াদী(হরিনারায়নপুর) গ্রামের আফান শেখের ছেলে দুলাল শেখ (৪৫) ও মোকাদ্দেস হোসেন মোকা(৪৫) । আটককৃতরা সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে জানায় পুলিশ।
একটি ডাকাতির মামলার সুত্র ধরে কোটচাঁদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করেন।
মামলা সুত্রে জানা যায়, গত ২০ আগষ্ট কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজারে বাবলুর রহমান নামে এক ফল ব্যবসায়ী রাতে বাড়ি যাওয়ার পথে ৩/৪ জনের একটি ডাকাত দল সড়কের মধ্যে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ল মোটরসাইকেল ও টাকা পয়সা হাতিয়ে নেয়। এবং তাকে একটি বাগানের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখে। এছাড়াও ডাকাত সদস্যরা উপজেলার সিঙ্গিয়া গ্রামের একটি আলমসাধু ছিনিয়ে নেয়। এ ঘটনায় বাবলুর রহমান কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের থেকে আটক করেন।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতব্বর জানান, মডেল থানার উপ-পরিদর্শক এস আই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ৬ ডাকাত কে আটক করেছে। আটককৃত ডাকাত দলের কেউই কোটচাঁদপুরের নন, তারা বিভিন্ন এলাকা থেকে এসে এখানে সংঘবদ্ধভাবে ডাকাতি করে। যাদের আটক করা হয়েছে তাদের প্রত্যেকের নামেই বিভিন্ন থানায় ৫-৬ টা করে মামলা আছে। এর ভিতর একজনের নামে ১৫ টা মামলা আছে। ওসি জানান, তদন্তের মাধ্যমে আরো কেউ জড়িত কিনা তা জানা যাবে।
সবুজদেশ/এসএএস