ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
সবুজদেশ ডেক্সঃ ‘সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়-এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শান্তি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন। এসময় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খাতুন, সুজনের সাধারণ সম্পাদক শরিফ মাহামুদুল হাসান, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা, সন্ত্রাস, জঙ্গিবাদ রোধে সচেতনা বৃদ্ধি ও আগামী সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী সংহিসতা রোধে সকল দলের প্রতি আহ্বান জানান।