ঝিনাইদহে আম্ফানের তান্ডবে নিহত ১, ফসলের ব্যাপক ক্ষতি
ঝিনাইদহঃ
ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ঝিনাইদহ সদর উপজেলায় হলিধানী গ্রামে ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে নাদিরা বেগম নামে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১মে) সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ঝড়ের সময় তারা ঘরে ছিলেন। রাতে যে কোনো সময় ঘরের পাশে থাকা একটি গাছ ভেঙ্গে পড়ে ঘরের উপর। এ সময় ওই মহিলা নিহত হন। পরে সকালে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ করে।
এদিকে, ঝিনাইদহে প্রবল ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার সারাদিন দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি হয়। এতে জেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর বাতাসের গতিবেগ বাড়তে থাকে। রাত ৯ টার পর আম্ফানের তাণ্ডব শুরু হয়ে সারারাত চলে ঝড়। সকালে বাতাসের গতিবেগ কমে। সকালে সরেজমিনে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়। ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা ভেঙে পড়েছে। মাঠে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছে কৃষক। বিভিন্ন সব্জির ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃষক, নন্দকুমার ঘোস জানানা, আমরা চাষী মানুষ। এই ফসলের উপরে চলে আমাদের সংসার। কিন্তু গতকাল প্রচন্ড ঝড় বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে পানি জমে সব ধান তলিয়ে গেছে। এখন পানিতে হাতরিয়ে ধান নিতে হচ্ছে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানাান, ঝড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঝড়ে জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনই তা বলা যাচ্ছে না।