মাঠ থেকে ধানা আনাকে কেন্দ্র করে
ঝিনাইদহে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে ধানের জমিতে পথ বের করা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দোহারো গ্রামের দাউদ আলী নামের এক ব্যক্তি মাঠে ধান আনার জন্য গাড়ি নিয়ে একই গ্রামের হিয়ার আলীর জমির কাটা ধান সরিয়ে গাড়ি নিতে গেলে হিয়ার আলী নামের ঐ ব্যক্তি বাধা দেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরাক আলীর সাথে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোশাররফ মাতুব্বরের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নারীসহ উভয় গ্রুপের ৬ জন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান বোরাক আলী জানান, মাঠে গাড়িতে ধান আনার পথ বন্ধ করা কে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দোহারো গ্রামে মাঠের ফসল আনার গাড়ির পথ বন্ধ করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংবাদ পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত আছে। এখনও কেই অভিযোগ দেইনি।
সবুজদেশ/এসএএস