ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে আ. লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক

 

ঝিনাইদহ শহরের ষাটবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় ৪টি বাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ষাটবাড়িয়া এলাকায়।

স্থানীয়রা জানায়, শহরের ষাটবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত লিকু ও সুশান্ত গ্রুপের সঙ্গে বিএনপি সমর্থিত নিলয় ও অলক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ৫ আগস্টের পর তা চরম আকার ধারণ করে। এরই জেরে উভয় গ্রুপের সমর্থকরা রাতে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় অন্তত ৫ জন।

স্থানীয় বাসিন্দা সুমিত্রা দাস বলেন, দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া পাল্টা চলে। এতে বেশ কয়েকজন আহত হয়। এসময় ৩টি ককটেল বিস্ফোরণ হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস বলেন, আহতদের মধ্যে নিলে দাসের অবস্থা আশঙ্কাজনক। তার ডান হাত ও বাম হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত আছে। এছাড়া শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন আছে। অন্যদিকে উজ্জল দাসের হাতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৬৪ Time View

ঝিনাইদহে আ. লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ৫

আপডেট সময় : ০৪:৫৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহ শহরের ষাটবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এসময় ৪টি বাড়ি ভাঙচুর করা হয়। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ষাটবাড়িয়া এলাকায়।

স্থানীয়রা জানায়, শহরের ষাটবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ সমর্থিত লিকু ও সুশান্ত গ্রুপের সঙ্গে বিএনপি সমর্থিত নিলয় ও অলক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ৫ আগস্টের পর তা চরম আকার ধারণ করে। এরই জেরে উভয় গ্রুপের সমর্থকরা রাতে ধারালো অস্ত্র, লাঠি নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় অন্তত ৫ জন।

স্থানীয় বাসিন্দা সুমিত্রা দাস বলেন, দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া পাল্টা চলে। এতে বেশ কয়েকজন আহত হয়। এসময় ৩টি ককটেল বিস্ফোরণ হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি এখন শান্ত আছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস বলেন, আহতদের মধ্যে নিলে দাসের অবস্থা আশঙ্কাজনক। তার ডান হাত ও বাম হাতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত আছে। এছাড়া শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন আছে। অন্যদিকে উজ্জল দাসের হাতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সবুজদেশ/এসইউ