ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ঈদ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

 

ঝিনাইদহ জেলার শৈলকূপায় ঈদ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার (৩১ মার্চ) বিকেলে শৈলকূপা নাগরিক কমিটির আয়োজনে উপজেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত জমায়েতে শতশত মানুষ ঈদ উৎসব উদযাপন করেন। এসময় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান উপস্থিত সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় অ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও নাগরিক কমিটির সভাপতি আব্দুল মজিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শৈলকূপা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, দুর্নীতি দূর করতে হবে। রাষ্ট্র, সমাজ ও প্রশাসনের সকল স্তর থেকে ফ্যাসিস্টের দোসরদের বিতাড়িত করতে হবে।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহে ঈদ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

Update Time : ১০:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

 

ঝিনাইদহ জেলার শৈলকূপায় ঈদ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার (৩১ মার্চ) বিকেলে শৈলকূপা নাগরিক কমিটির আয়োজনে উপজেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত জমায়েতে শতশত মানুষ ঈদ উৎসব উদযাপন করেন। এসময় অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান উপস্থিত সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় অ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও নাগরিক কমিটির সভাপতি আব্দুল মজিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শৈলকূপা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, দুর্নীতি দূর করতে হবে। রাষ্ট্র, সমাজ ও প্রশাসনের সকল স্তর থেকে ফ্যাসিস্টের দোসরদের বিতাড়িত করতে হবে।

সবুজদেশ/এসইউ