ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় দেখতে মানুষের ঢল (ভিডিও)

সবুজদেশ নিউজ টিম

 

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামের মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমন মৌসুমের ধান কাটার পর ফাঁকা মাঠে বৃহস্পতিবার সকাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বেশ কয়েকটি জেলা থেকে আসা কমপক্ষে ২০টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগীতার উদ্বোধন ঘোষনা করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড এ মজিদ।

বৃহস্পতিবার সরেজমিনে গেলে দেখা যায়, সকাল থেকে ফাঁকা মাঠের হাড় কাঁপুনী শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা দেখার জন্য বিস্তর এ মাঠটিতে ভীড় জমিয়েছে। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এ এলাকার গ্রামগুলোতে চলছে উৎসবের আমেজ। নারী, পুরুষ, শিশু সব বয়সী মানুষ উৎসাহ নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন। কমতি ছিল না দূর-দূরান্তের মানুষের উপস্থিতিও। এ উপলক্ষে প্রতিযোগীতার মাঠে ভরে গেছে অস্থায়ী দোকানপাটে। বিভিন্ন রাইডস ও নাগরদোলা শিশুদের জন্য বাড়তি আকর্ষন সৃষ্টি করে। এছাড়াও বিভিন্ন খাবারের দোকান ও হরেক রকমের দোকানগুলোতে ছিল নারী-পুরুষের ভীড়।

শরিফুল ইসলাম নামে এক দর্শক জানান, তিনি ছোট ছেলেকে নিয়ে প্রতিযোগিতা দেখতে এসেছেন। এর আগেও বিভিন্ন মাঠে এ প্রতিযোগিতা দেখেছেন। কিন্তু সন্তানকে দেখানোর জন্য এই মাঠে এসেছেন। এই খেলা এখন হারিয়ে যাচ্ছে।

রত্না খাতুন নামে এক নারী বলেন, প্রতিবছরই পরিবারের সদস্যদের নিয়ে গরুর গাড়ির এ দৌড় প্রতিযোগিতা দেখতে আসি। এবারও মা-ভাই-বোনকে সাথে নিয়ে এসেছি। ঈদের মতো আনন্দ হয়।

আয়োজক কমিটির অন্যতম সদস্য গোলাম সরোয়ার জানান, এখন অধিকাংশ জমি ত্রি-ফসলিতে পরিণত হওয়ায় মাঠ ফাঁকা পাওয়া যায় না। সেই কারনে এ প্রতিযোগিতা এখন তেমন একটা দেখা যায় না। গ্রামের মানুষের বিনোদন দিতে এই আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতে ২ দিন ব্যাপি এ প্রতিযোগীতর আয়োজন করা হবে।

তিনি আরো বলেন, এবারের প্রতিযোগিতায় মোট ২৪ টি দল আসে। এরমধ্যে ২০টি দল অংশ গ্রহন করে। এর মধ্যে মহেশপুরের কুরবান আলী প্রথম ও নুরু মিয়া যৌথভাবে দ্বিতীয় আর যশোরের বাঘারপাড়ার উপজেলার ওয়ালিদ ও শহিদুল ৩য় স্থান লাভ করেন। প্রথম স্থান অর্জনকারীকে একটি গরু, ২য় স্থান অর্জনকারীকে ছাগল ও ৩য় স্থান অর্জনকারীকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

ভিডিও…

সবুজদেশ/এসইউ/এমএইচ/এসএএস

About Author Information
আপডেট সময় : ০৩:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
২৭ Time View

ঝিনাইদহে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় দেখতে মানুষের ঢল (ভিডিও)

আপডেট সময় : ০৩:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামের মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আমন মৌসুমের ধান কাটার পর ফাঁকা মাঠে বৃহস্পতিবার সকাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বেশ কয়েকটি জেলা থেকে আসা কমপক্ষে ২০টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগীতার উদ্বোধন ঘোষনা করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড এ মজিদ।

বৃহস্পতিবার সরেজমিনে গেলে দেখা যায়, সকাল থেকে ফাঁকা মাঠের হাড় কাঁপুনী শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা দেখার জন্য বিস্তর এ মাঠটিতে ভীড় জমিয়েছে। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এ এলাকার গ্রামগুলোতে চলছে উৎসবের আমেজ। নারী, পুরুষ, শিশু সব বয়সী মানুষ উৎসাহ নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন। কমতি ছিল না দূর-দূরান্তের মানুষের উপস্থিতিও। এ উপলক্ষে প্রতিযোগীতার মাঠে ভরে গেছে অস্থায়ী দোকানপাটে। বিভিন্ন রাইডস ও নাগরদোলা শিশুদের জন্য বাড়তি আকর্ষন সৃষ্টি করে। এছাড়াও বিভিন্ন খাবারের দোকান ও হরেক রকমের দোকানগুলোতে ছিল নারী-পুরুষের ভীড়।

শরিফুল ইসলাম নামে এক দর্শক জানান, তিনি ছোট ছেলেকে নিয়ে প্রতিযোগিতা দেখতে এসেছেন। এর আগেও বিভিন্ন মাঠে এ প্রতিযোগিতা দেখেছেন। কিন্তু সন্তানকে দেখানোর জন্য এই মাঠে এসেছেন। এই খেলা এখন হারিয়ে যাচ্ছে।

রত্না খাতুন নামে এক নারী বলেন, প্রতিবছরই পরিবারের সদস্যদের নিয়ে গরুর গাড়ির এ দৌড় প্রতিযোগিতা দেখতে আসি। এবারও মা-ভাই-বোনকে সাথে নিয়ে এসেছি। ঈদের মতো আনন্দ হয়।

আয়োজক কমিটির অন্যতম সদস্য গোলাম সরোয়ার জানান, এখন অধিকাংশ জমি ত্রি-ফসলিতে পরিণত হওয়ায় মাঠ ফাঁকা পাওয়া যায় না। সেই কারনে এ প্রতিযোগিতা এখন তেমন একটা দেখা যায় না। গ্রামের মানুষের বিনোদন দিতে এই আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতে ২ দিন ব্যাপি এ প্রতিযোগীতর আয়োজন করা হবে।

তিনি আরো বলেন, এবারের প্রতিযোগিতায় মোট ২৪ টি দল আসে। এরমধ্যে ২০টি দল অংশ গ্রহন করে। এর মধ্যে মহেশপুরের কুরবান আলী প্রথম ও নুরু মিয়া যৌথভাবে দ্বিতীয় আর যশোরের বাঘারপাড়ার উপজেলার ওয়ালিদ ও শহিদুল ৩য় স্থান লাভ করেন। প্রথম স্থান অর্জনকারীকে একটি গরু, ২য় স্থান অর্জনকারীকে ছাগল ও ৩য় স্থান অর্জনকারীকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

ভিডিও…

সবুজদেশ/এসইউ/এমএইচ/এসএএস