সবুজদেশ ডেক্সঃ যাদরে ছবি কেউ তোলনো। যে কোনো অনুষ্ঠানে সবাইকে আপ্যায়নে ব্যস্ত প্রায় একই বয়সরে উঠতি কছিু যুবক।হাফ হাতা সাদা র্শাট কালো প্যান্ট এবং কালো ওয়েষ্ট কোট পরহিতি সুঠাম দহেরে সুন্দর চহোরার এক ঝাক তরুন। সামান্য কছিু পারশ্রিমকিরে বিনিময়ে কাজ করছে ওরা। কেউ জানেনা ওরা কারা, জানতওে চাইনা কি করে ওরা। অনুষ্ঠানে কত ছবি তোলা হয় ওদের দিকে কেউ ফিরেও চাইনা। ওরা গরিবের মধ্যবিত্ত সন্তান, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়। বাবা টাকা দিতে পারেনা, শিক্ষালয় বেতনের দাবি ছাড়েনা। কি করবে ওরা। বাধ্য হয়ে বেছে নিয়েছে আপ্যায়ন শ্রম, যে কাজ পেতে ঘুষ লাগেনা। কাজ করতে গিয়ে অনকেরে ধমকও শুনতে হয়। যারা ধমক দেয় ওরা জানেও না যে এদরে মধ্যে অনেকে আছে যারা অনার্স, মাষ্টার্স, ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এর ছাত্র, কিন্তু কত ভদ্র এরা বকা খেলেও মুখ বুজে সহ্য করে। কখনই কোন প্রতিবাদকরেনা। এদের সংগঠন আবার মানবিক কাজও করে। যেমন, রক্তদান র্কমসূচতিে এরা অনবদ্য। এদের প্রত্যেকের ব্লাড গ্রুপ তালিকা কার অাছে। অসহায় মুমুর্ষদের রক্ত লাগলে যোগাযোগ করলইে ওরা ছুটে যায় সেখানে। লেখাপড়া শেষে দশের কল্যানে এরা আত্মনিয়োগ করে

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here