ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে করোনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

  • Reporter Name
  • Update Time : ০১:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • ৪৯২ বার পড়া হয়েছে।

বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মশিউর রহমান (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। মশিউর রহমান মাগুরা জেলার মকছেদ আলীর ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া। তিনি জানান, উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় করোনার উপসর্গ দেখা দেয় মশিউরের। এরপর গত ১৮ জুন নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে, ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৯৫ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ৯১ জনে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৫ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪৩, শৈলকুপায় ১৯, হরিণাকুণ্ডুতে ৭, কালীগঞ্জে ১৬ কোটচাঁদপুরে ১ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ ভাগ। ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭০ জনে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৮৭৬ জন।

Tag :

ঝিনাইদহে করোনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

Update Time : ০১:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মশিউর রহমান (৪৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। মশিউর রহমান মাগুরা জেলার মকছেদ আলীর ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া। তিনি জানান, উপজেলার তত্ত্বিপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় করোনার উপসর্গ দেখা দেয় মশিউরের। এরপর গত ১৮ জুন নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে, ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৪ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৯৫ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ৯১ জনে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৫ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪৩, শৈলকুপায় ১৯, হরিণাকুণ্ডুতে ৭, কালীগঞ্জে ১৬ কোটচাঁদপুরে ১ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ ভাগ। ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭০ জনে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৮৭৬ জন।