ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, দাফন সম্পন্ন
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শুকুর আলী নামের এক ব্যক্তির মৃত্যু। আজ ভোর পাচঁটার দিকে তার মৃত্যু হয়। সে উপজেলার ঘোপপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ঢাকাতে একটি মার্কেটের নৈশ প্রহরীর চাকরি করতেন।
মৃত ব্যক্তির বড় ভাই খাইরুল ইসলাম জানান, বুধবার রাতে তিনি ঢাকা থেকে জ¦র-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে একই উপজেলার কাশিপুর গ্রামে শশুড় বাড়িতে এসে ওঠে। সকালে চিকিৎসার জন্য হাসপাতলে নেওয়ার কথা থাকলেও ভোর রাতেই মারা যান।
কালীগঞ্জ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. সুলতান আহমেদ জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, উপজেলার কেষ্টপুর গ্রামের মিল্টন সর্দারের স্ত্রী পারভীন আক্তার করোনা উপসর্গ নিয়ে আজ দুপুরে মারা যায়। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দুটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা করেন স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসারগণ ও উপজেলার সুপারভাইজার এর উপস্থিতিতে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন কারী ২ জনের দাফন সম্পন্ন করা হয়।